
প্রকাশিত: Tue, Dec 27, 2022 4:26 PM আপডেট: Wed, May 14, 2025 11:40 AM
‘ইয়ার অ্যান্ড ইন্টারভিউ’ এবং কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো
শওগাত আলী সাগর
‘ইয়ার অ্যান্ড ইন্টারভিউ’Ñ আমার কাছে কানাডীয়ান মিডিয়ার অন্যতম আকর্ষণীয় একটি বিষয়। বিভিন্ন টেলিভিশন, পত্রিকা (মূলত টেলিভিশন) বছরের শেষে এসে প্রধানমন্ত্রীর ইনডেফথ একটা ইন্টারভিউ করে। এই ইন্টারভিউতে মোটামুটি যতো ধরনের প্রশ্ন করা যায়, রিপোর্টার সেটি করতে ভুলেন না। সিটিভির ইভান সোলেমানের ভাষায় চলন্ত গাড়ির ‘রিয়ার মিররে’ তাকিয়ে কী দেখা যায় তার একটা ফিরিস্তি দেওয়া। গত রোববার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো আলাদাভাবে বসেছিলেন সিবিসির ‘রোজম্যারি বার্টন লাইভ’ এর হোস্ট রোজন্যারি বার্টন এবং গ্লোবার নিউজের ডনা ফ্রিসেন এর মুখোমুখি। অর্থনীতি, মুদ্রাস্ফীতি, কানাডার রাজনীতি, ট্রুডোর রাজনৈতিক ভবিষ্যৎ, ইউক্রেন, চীনের সঙ্গে সম্পর্ক নানা বিষয়ে প্রশ্ন করেছেন রিপোর্টাররা। ট্রুডোর ভবিষ্যৎ নিয়েও প্রশ্ন এসেছে এই ইন্টারভিউতে। গ্লোবার নিউজের ডনা ফ্রিসেনের ইন্টারভিউটার কিছু অংশ আমাকে প্রবলভাবে আকর্ষণ করেছে।’
কানাডার গত নির্বাচনে অন্তত ১১ জন প্রার্থীকে চীন ফান্ডিং করেছে এবং এই বিষয়ে গোয়েন্দারা প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোকে ব্রিফ করেছিলো’- এই মর্মে একটি রিপোর্ট করেছিলো গ্লোবাল নিউজ। এই রিপোর্টের সূত্র ধরে কানাডার অভ্যন্তরীণ রাজনীতিতে বিদেশি হস্তক্ষেপের বিষয় আলোচনায় আসে। সাংবাদিকদের প্রশ্নের জবাবে একাদিকবার ট্রুডো বলেছেন, তিনি এই বিষয়ে অবহিত ছিলেন না। রিপোর্ট প্রকাশের পর তিনি খোঁজখবর নিচ্ছেন। ইয়ার অ্যান্ড ইন্টারভিউতে এই বিষয়টা নিয়েই চেপে ধরেন ডনা। বার কয়েক যখন প্রধানমন্ত্রী সরাসরি তাঁর প্রশ্নের উত্তর এড়িয়ে যাচ্ছিলেন, তখন ডনা জানতে চানÑ তাদের রিপোর্টে প্রধানমন্ত্রী কোনো ‘ভুল’ দেখতে পাচ্ছেন কি-না। জাস্টিন ট্রুডো তাঁর জবাবে বলেন, প্রশ্ন করা এবং নাগরিকদের উদ্বেগটাকে তুলে ধরা সাংবাদিকের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। লেখক: কানাডা প্রবাসী সাংবাদিক
আরও সংবাদ
চ্যাম্পিয়ন ভারত : একটা ছোট মুহূর্ত কতো বড় পার্থক্য গড়ে দিতে পারে
‘ওই ক্যাচ হয়নি, সুরিয়াকুমারকে আবার ক্যাচ ধরতে হবে’!
কতো দেশ, কতোবার কাপ জিতলো, আমাদের ঘরে আর কাপ এলো না!
সংগীতাচার্য বড়ে গোলাম আলি খান, পশ্চিমবঙ্গের গর্ব সন্ধ্যা মুখোপাধ্যায় ও আমি
ইন্ডিয়ান বুদ্ধিজীবী, ফ্যাসিস্ট রাষ্ট্র ও দেশের বুদ্ধিজীবী-অ্যাক্টিভিস্ট
মতিউর প্রতিদিন ঢাকা বিশ্ববিদ্যালয় ৮৩ ব্যাচের বন্ধুদের গ্রুপে সৎ জীবন যাপনের উপদেশ দিতেন!

চ্যাম্পিয়ন ভারত : একটা ছোট মুহূর্ত কতো বড় পার্থক্য গড়ে দিতে পারে

‘ওই ক্যাচ হয়নি, সুরিয়াকুমারকে আবার ক্যাচ ধরতে হবে’!

কতো দেশ, কতোবার কাপ জিতলো, আমাদের ঘরে আর কাপ এলো না!

সংগীতাচার্য বড়ে গোলাম আলি খান, পশ্চিমবঙ্গের গর্ব সন্ধ্যা মুখোপাধ্যায় ও আমি

ইন্ডিয়ান বুদ্ধিজীবী, ফ্যাসিস্ট রাষ্ট্র ও দেশের বুদ্ধিজীবী-অ্যাক্টিভিস্ট
